সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তির স্মৃতি ভাস্কর্য নির্মাণ হচ্ছে

সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পুর্তি উৎসবকে স্মরণীয় করে রাখতে স্মারক ভাস্কর্য নির্মাণ করা হবে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সুনামগঞ্জের অন্যতম এই উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানটির প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়।

সম্প্রতি কলেজের প্রাক্তন ছাত্র ও সরকারি কর্মকমিশনের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উর্ধ্বতনদের একটি ভাস্কর্য তৈরিতে অর্থ বরাদ্দের অনুরোধ করেন। নকশা তৈরির জন্য প্রখ্যাত ভাস্কর হামিদুজ্জামান খানকেও অনুরোধ জানান তিনি।

এর প্রেক্ষিতে শুক্রবার (৩ সেপ্টেম্বর) সুনামগঞ্জ সরকারি কলেজে ভাস্কর্য নির্মাণের স্থান পরিদর্শনে আসেন একুশে পদক বিজয়ী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ভাস্কর হামিদুজ্জামান খান এবং তাঁর সহধর্মিণী ভাস্কর আইভি জামান।‌

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নীলিমা চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক অসীম চন্দ্র বণিক, সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পুর্তি উদযাপন উৎসবের সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন, কলেজের সহকারী অধ্যাপক জমশেদ আলী, মোঃ জাকির হোসেন ও ব্যাংকার আশরাফ হোসেন লিটন।

আরও পড়ুন: জুবিলীর ১২৫ বছর পূর্তির স্মৃতি ভাস্কর্য নির্মাণ সম্পন্ন

সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন জানান, আমাদের কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে নির্মিত হতে যাচ্ছে ভাস্কর্য ‘সুনাম ফলক’। সুনামগঞ্জের কৃতিসন্তান ড. মোহাম্মদ সাদিকের ঐকান্তিক প্রচেষ্টায় এটি বাস্তবায়িত হচ্ছে। ভাস্কর্যের স্থান নির্বাচন ও অন্যান্য বিষয় নিয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা ও প্রত্যক্ষ পর্যবেক্ষণের উদ্দেশ্যে ভাস্কর হামিদুজ্জামান দম্পতি এসেছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে।

ক্যাম্পাস পরিদর্শন শেষে ভাস্কর হামিদুজ্জামান খান কলেজের শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে ড. মোহাম্মদ সাদিক সুনামগঞ্জ মিররকে বলেন, ‘গেলবছর সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছরপূর্তির স্মৃতি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। জুবিলীর দ্বিশতবর্ষ পালনের সময় তখনকার জুবিলীয়ানদের অনুপ্রেরণার উৎস হবে এটি। একইভাবে সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছরপূর্তি উদযাপনকে স্মরণীয় করে রাখতেও একটি স্মারক নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির আগামী জন্মজয়ন্তীগুলোতে এটি স্মৃতি হয়ে থাকবে। পরবর্তী প্রজন্ম এসে ভাস্কর্যের নামফলকে তাদের পূর্বসুরীদের নাম দেখতে পাবে।’

সুনামগঞ্জমিরর/টিএম

x