স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে

দেশে ১২ বছরের বেশি বয়সী শিশুদের টিকা দিতে অনুমোদনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে আবেদন করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ১২ বছরের বেশি বয়সী শিশুদের টিকা দিতে অনুমোদনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করা হয়েছে। অনুমোদন পেলেই তাদের টিকার আওতায় আনা হবে।
মন্ত্রী আরও বলেন, এ মাসে আরও আড়াই কোটি টিকা আসবে। এর মধ্যে সিনোফার্মের দুই কোটি এবং ফাইজারের ৫০ লাখ টিকা রয়েছে।
তিনি আরও জানান, সম্প্রতি করোনার সংক্রমণের হার কমে যাওয়ায় করোনা চিকিৎসার জন্য নিবেদিত হাসপাতালের কিছু শয্যা অন্য রোগীদের চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া হবে।
এর আগে ১২ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ওইদিন চাঁদপুর সদর উপজেলায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বেশিরভাগ শিক্ষকই টিকা নিয়েছেন। এখন ১২ বছর বয়সী শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে।’
সুনামগঞ্জমিরর/এসপি