শান্তিগঞ্জে শেষ হলো ‘নৌকাবাইচ উৎসব’

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী মুজিব শতবর্ষ উপলক্ষে সুনামগঞ্জ জেলার নব গঠিত শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাও ইউনিয়নের পাখি মারা হাওরের নীল জলে ১৬টি নৌকার মধ্যে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আবহমান কাল থেকেই গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে। মানুষ বর্ষা কালে এই উৎসব উপভোগ করে। আজও লক্ষাধিক নারী পুরুষ প্রখর রোদের মধ্যেই নৌকা বাইচ উপভোগ করলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন এবং বিকালে পুরস্কার বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
বিশেষ অতিথি ছিলেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আল ইমরান রুহুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েম, শান্তি গঞ্জ উপজেলার চেয়ারম্যান ফারুক আহমদ ইউএনও আনোয়ার উজ জামান, ওসি কাজী মোক্তাদির হোসেন, জগন্নাথপুর উপজেলার আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
আকর্ষণীয় সাজে লগি বৈঠাসহ বাহারী নাম উল্লেখ করে নৌকা গুলো যোগ দেয়। এ গুলো হচ্ছে মনির শাহ তরী, পংখী রাজ ,পবন,জল পবন,বাংলার তুফান, পবন কাষ্টের তরী কুনুর শাহ তরী, হিজল তরী,-১ হিজল তরী ২ বাংলার পবন,সোনার তরী, বীর পবন ও বীর বাংলা।
হাওরে ছোট বড় নৌকা যোগে লক্ষাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন নৌকা বাইচ উৎসব উপভোগ করার জন্য।
সুনামগঞ্জমিরর/এসএ