‘ভাইট্টালা মাইনষের লাগি শেখ হাসিনা ভালা’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভাইট্টালা মাইনষের লাগি শেখ হাসিনা ভালা ( ভাটি অঞ্চলের মানুষের জন্য)। শেখ হাসিনা ভাট্টালা মানুষের বন্ধু। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামের মানুষকে মহব্বত করেন।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জে শান্তিগঞ্জ উপজেলার পাখিমারা হাওরে ভাটি বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরার লাগি ভালা। আমি সব সময় তাকে গ্রামের মানুষে কথা, শিশুদের কথা ও বয়ষ্কদের কথা বলি। তিনি গ্রামের মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।
মান্নান বলেন, শেখ হাসিনা ভাইট্টালা মানুষের বন্ধু। শেখ হাসিনার লগে আমরা সব সবময় থাকমু। কে কিতা কয়। মাইনষের কথায় আমরা বিভ্রান্ত হইতাম নায়। আমরার ইমান এক এবং আমরার আল্লাহ এক।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল হুদা মুকুট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল ইমরান রুহুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ্জামান, ওসি কাজী মোক্তাদির হোসেন, জগন্নাথপুর উপজেলার আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু প্রমুখ।
এর আগে পরিকল্পনামন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে ৫ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার-বীরগাঁও রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
সুনামগঞ্জমিরর/এসএ