সিলেট বিভাগে করোনা শনাক্ত আরও ৫৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন মারা গেছেন। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৫৩ জন। করোনায় এ বিভাগে মোট মারা গেছেন ১১৩২ জন। আর এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৫৪ হাজার ৪২ জন।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রতিবেদন থেকে জানা গেছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১০৫৩টি নমুনা পরীক্ষায় ৫৩ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস।
বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৪২ জনের মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৫৩৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২০৯ জন, হবিগঞ্জে ৬ হাজার ৫৮৫ জন, মৌলভীবাজারে ৭ হাজার ৯৭৩ জন ও ওসমানী হাসপাতালে ৪ হাজার ৭৩৬ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মারা যাওয়া দুইজনসহ মোট মৃত্যুবরণ করেছেন ১১৩২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৪১ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন, মৌলভীবাজার জেলায় ৭২ জন এবং ওসমানী হাসপাতালে ১১২ জন।
সুনামগঞ্জমিরর/এসএ