শান্তিগঞ্জে যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭টি যানবাহনকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ সেপ্টেম্বর) শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্ জামান ও সহকারি কমিশনার (ভূমি) ছকিনা আক্তার এ আদালত পরিচালনা করেন।

এসময় যানবাহন আইন না মানায় মোট ৭টি যানবাহনের চালককে ১৮শ টাকা জরিমানা করা হয়।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্ জামান জানান, সড়কের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

ইয়াকুব শাহরিয়ার/সুনামগঞ্জমিরর/টিএম

x