সাবেক হুইপ ফজলুল হক আসপিয়ার জানাজায় মানুষের ঢল

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সুনামগঞ্জ-২ আসনের সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইমদাদ রেজা চৌধুরী ও মরহুমের ছেলে ব্যরিস্টার আমিনুল হক। এছাড়াও জানাজায় অংশনেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলসহ যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মুসল্লিগণ।
এর আগে সকালে মরহুমের মরদেহ ঢাকা থেকে সুনামগঞ্জ এসে পৌছে। পরে তাঁর মরদেহবাহী কফি নিয়ে যাওয়া হয় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে। সেখানে তাঁর সহকর্মী ও অনুজ আইজীবীগণ শ্রদ্ধা নিবেদন করেন। পরে সুনামগঞ্জ পৌর সভার সামনে এনে রাখা হয়। এখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে, প্রবীন এই আইনজীবীর মৃত্যুতে সুনামগঞ্জে ফুল কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান শিদকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফুল কোর্ট রেভারেন্সে বক্তব্য রাখেন, জেলা অইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম শেফু, সিনিয়র আইনজীবী আফতাব উদ্দিন, হুমায়ুন মঞ্জুর চৌধুরী, সৈয়দ শামছুল ইসলাম, আবুল মজাদ চৌধুরী, রবিউল লেইছ রোকেশ, মল্লিক মঈন উদ্দিন, স্বপন কুমার দাশ রায়, আব্দুল হক, শেরে নূর আলী, আবুল বাশার ও সাহেল আহমদ প্রমুখ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই মারা যান এই রাজনীতিবিদ।
সুনামগঞ্জমিরর/এসএ