মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন রফিকুল ইসলাম

সমাজ ও মানবসেবায় বিশেষ অবদান রাখার জন্য মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২১ পেলেন রুরাল ডেভেলপমেন্ট এন্ড হেল্থ সেন্টার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম।

জার্নালিস্ট এ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস্-এর উদ্যোগে গত ২৩ আগস্ট (সোমবার) সংগঠনটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মনির হোসেন ও মহাসচিব এ এইচ আরমান চৌধুরী যৌথভাবে এ অ্যাওয়ার্ড ও সনদ প্রদান করেন।

এ ব্যাপারে মো. রফিকুল ইসলাম বলেন, আমি কোনো পুরষ্কারের আশায় মানবসেবা বা সমাজসেবা করিনি। কাজের বিনিময় চাই না। তবু, যেকোনো কাজের স্বীকৃতি পেলে ভালো লাগে। এখন আমার দায়িত্ব আরো বেড়ে গেলো।

ইয়াকুব শাহরিয়ার/সুনামগঞ্জমিরর/টিএম

x