সিলেট বিভাগে করোনায় আরও ২ মৃত্যু, শনাক্ত ৩৯

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন মারা গেছেন। এনিয়ে বিভাগে মোট মৃত্যুবরণ করেছেন ১১৪৮ জন। গত ২৪ ঘন্টায় বিভাগে ৩৯ জনের দেহে ধরা পড়েছে প্রাণঘাতি কারোনাভাইরাস। সিলেট বিভাগের শনাক্তের হার ৪.৩৭ শতাংশ।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয় থেকে গণমাধ্যমে বুধবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জন সিলেটের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিলেট বিভাগের করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৩৭৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৬৭১ জন, এসওএমসিএইচ-এতে ৪ হাজার ৭৮৩ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২২৮ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬১১ জন এবং মৌলভীবাজার জেলায় ৮ হাজার ৬২ জন।
বিভাগে করোনায় মারা যাওয়া মোট ১১৪৮ জনের মধ্যে সিলেট জেলায় ৮৪২, সুনামগঞ্জে ৭২, হবিগঞ্জে ৪৭, মৌলভীবাজারে ৭২ ও ওসমানী হাসপাতালে ১১৫ জন।
সুনামগঞ্জমিরর/এসএ