সিলেট বিভাগে করোনায় আরও ৩ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জন মৃত্যুবরণ করেছেন। এনিয়ে মোট মৃত্যুবরণ করেছেন এক হাজার ১৫১ জন। ২৪ ঘন্টায় বিভাগে ৩৪ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় বিভাগের চার জেলায় ৮১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার শনাক্তের হার ৪ দশমিক ১৬।
বৃহস্পতিবারর (২৮ আগস্ট) দুপুরে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয় থেকে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩জনের মধ্যে ২ জনই সিলেটের বাসিন্দা ও ১ জন এসওএমসিএইচ’তে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিলেট বিভাগের করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৪১১ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৭১৩ জন, এসওএমসিএইচ-এ ৪ হাজার ৭৮৫ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২২৯ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৪১ জন এবং মৌলভীবাজার জেলায় ৮ হাজার ৭০ জন।
গত ২৪ ঘন্টায় বিভাগের চার জেলায় ১৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এনিয়ে বিভাগে মোট সুস্থ বাড়ি ফিরেছেন ৪৭ হাজার ৮৪৮ জন। এর মধ্যে সিলেটে ৩০ হাজার ৫৫১ জন, এসওএমসিএইচ-এ ৬৩৪ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৯৮৬ জন। হবিগঞ্জে ৩ হাজার ৬২৭ জন এবং মৌলভীবাজাওে ৭ হাজার ৫০ জন।
সুনামগঞ্জমিরর/এসএ