সিলেট বিভাগে করোনায় আরও ৩ জনের মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যুবরণ করেছেন ১১৫৬ জন। ২৪ ঘন্টায় বিভাগে ২৬ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে।
রোবারর (২৬ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয় থেকে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই সিলেট জেলার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিলেট বিভাগের করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৪৯৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৭৬৮ জন, এসওএমসিএইচ-এ ৪ হাজার ৭৯৪ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৩৪ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৮ হাজার ৮১ জন।
গত ২৪ ঘন্টায় বিভাগের চার জেলায় ৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এনিয়ে বিভাগে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ হাজার ৯৬৪ জন।
সুনামগঞ্জমিরর/এসএ