সুনামগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের অবহিতকরণ সভা

‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহন’ এ শ্লোগাসকে সামনে রেখে সুনামগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত¡াবধায় (উপ-পরিচালক) ডা. মো. অনিসুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফুল হক।
অনুষ্ঠানে স্বাস্থ্য বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ও উন্নয়ন সংস্থা ইরা’র নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন, বাংলাদেশ হেল্থ ওয়াচ-এর প্রোগ্রাম অফিসার মো. মোরশেদ আলম।
ইরা’র প্রজেক্ট ম্যানেজার দেবেস চন্দ্র তালুকদারের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ হেল্থ ওয়াচ-এর ফিল্ড অপারেশন কোঅর্ডিনেটর শশাংক বরণ রায়, সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি এমদাদুল হক শাহজাহান, তথ্য ও গবেষণা সম্পাদক রুনা লেইস, সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস, সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানিক সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী, যুব সংগঠন বিষয়ক সম্পাদক মো. সেরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, সেবাদানকারি ও সেবাগ্রহীতাসহ সকলের সমন্বয়নে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালকে স্বাস্থ্যসেবায় একটি মডেল হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে।
সুনামগঞ্জমিরর/এসএ