ছাতকে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জের ছাতক উপজেলার পল্লীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে খসরু মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামে শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের খসরু মিয়া ও মজু মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটির জের ধরে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে খসরু মিয়াসহ উভয়পক্ষের পাঁচজন আহত হন। গুরুতর আহত খসরু মিয়াকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
খসরু মিয়া ও মজু মিয়া একই বাড়ির বাসিন্দা ও সম্পর্কে একে অপরের তালতো ভাই বলে জানা গেছে। ছাতক থানার ওসি নাজিম উদ্দিন সংঘর্ষে এক ব্যক্তি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
সুনামগঞ্জমিরর/এসএ