করোনা: সিলেট বিভাগে শনাক্তের হার ১.৪৯ শতাংশ

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২ জন এনিয়ে মোট মৃত্যুবরণ করেছেন ১১৫৮ জন। ২৪ ঘন্টায় বিভাগে ১৩ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় বিভাগের চার জেলায় ৮৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার শনাক্তের হার ১ দশমিক ৪৯ শতাংশ।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয় থেকে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিলেট বিভাগের করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৫০৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৭৭১ জন, এসওএমসিএইচ-এ ৪ হাজার ৭৯৮ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৩৬ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬২০ জন এবং মৌলভীবাজার জেলায় ৮ হাজার ৮৩ জন।
গত ২৪ ঘন্টায় বিভাগের চার জেলায় ৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এনিয়ে বিভাগে মোট সুস্থ বাড়ি ফিরেছেন ৪৭ হাজার ৯৯৯ জন।
সুনামগঞ্জমিরর/এসএ