জগন্নাথপুরে এলজিইডি’র জীবনমান উন্নয়ন বিষয়ক কর্মশালা

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্পের(হিলিপ) প্রকল্পের সুবিধাভোগেীদের নিয়ে জীবনমান উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলামের সভাপতিত্ব ও সুনামগঞ্জ হিলিপ প্রকল্পের জেলা প্রজেক্ট কোঅর্ডিনেটর মিজানুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, কৃষি কর্মকর্তা মো. শওকক ওসমান মজুমদার, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী।
পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন হিলিপ প্রকল্পের কমিউনিটি রিসোর্স ম্যানেজম্যান্ট কোঅর্ডিনেট হারুন অর রশিদ। কর্মশালা পর্ব পরিচালনা করেন লাইভলিহুড কোঅর্ডিনেটর আ.ফ.ম জিয়াউল হক।
বক্তারা বলেন, হাওর অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর অবকাঠামো ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে হিলিপ প্রকল্প মাধ্যমে বেকারদের কর্মঠ করে তোলতে এলজিইডি’র হিলিপ প্রকল্প নারীদের টেইলারিং, হাস ও মোরগ পালন, সবজি চাষ, মৎস্য চাষ,জলমহল ব্যবস্থসপনায় প্রকৃত মৎস্যজীবীদের প্রবেশাধিকার নিশ্চিতকরণ, ওয়েল্ডিং, ড্রাইভিং ও প্যারাভেট প্রশিক্ষণ দিচ্ছে। এতে সুনামগঞ্জের হাওর বেষ্টিত প্রান্তিক জনগোষ্ঠী এগিয়ে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, প্রকল্প শুধু বেকারত্ব দূর করতে কাজ করছে না। গ্রামীণ জনগোষ্ঠীকে সামাজিক উন্নয়নের লক্ষ্যে গ্রামীণ সড়ক, গ্রামের নিরাপত্তা দেয়াল তৈরী করে দিচ্ছে।
সুনামগঞ্জমিরর/এসএ