সিলেট বিভাগে স্বস্তির দুই দিন

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত দুইদিন সিলেট বিভাগে কেউ মারা যাননি। এ দু’টি দিন ছিল সিলেটবাসীর জন্য স্বস্তির। প্রায় পাঁচ মাস পর করোনায় মৃত্যুহীন ছিল এ বিভাগ। গত ২৪ ঘন্টায় এ বিভাগে নতুন করে আরও ২০ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয় থেকে বুধবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠোনো সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা আগের মতোই ১১৫৮ জনই রয়েছে।
এর মধ্যে ওসমানী হাসপাতালে ১১৭ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৬৭ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন। সিলেট সর্বশেষ টানা দুইদিন মৃত্যুহীন ছিল গত ২ মে সকাল ৮টা পর্যন্ত। প্রায় পাঁচ মাস পর এমন স্বস্তির খবর এলোর।
এদিকে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ১০ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ২ জন, মৌলভীবাজারের ৪ জন ও হবিগঞ্জের ৪ জন রয়েছেন। ৯৫৩ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ২.১০ শতাংশ।
অপরদিকে সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা মোট ৫৪ হাজার ৫৫৪ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ হাজার ৮০৫ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৫৯৬ জন। সুনামগঞ্জের ৬ হাজার ২৩৯ জন, মৌলভীবাজারের ৮ হাজার ৯৫ জন ও হবিগঞ্জের ৬ হাজার ৬২৪ জন রয়েছেন শনাক্তের তালিকায়।
সুনামগঞ্জমিরর/এসএ