দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

সুনামগঞ্জে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মধ্যে আর্থিক সহায়তা কর্মসূচির চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এসময় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সুচিত্রা রায় উপস্থিত ছিলেন।
জেলায় ১৯২ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৯৬ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সুনামগঞ্জমিরর/এসএ