১১ নভেম্বর সুনামগঞ্জের দুই উপজেলার ১৯ ইউপিতে ভোট

সুনামগঞ্জের দুইটি উপজেলায় দ্বিতীয়ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের ১১ নভেম্বর। উপজেলা দু’টি হচ্ছে ছাতক ও দোয়ারাবাজার। ছাতকের ১০টি ও দোয়ারাবাজারের ৯টি সহ মোট ১৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এ দিন।
নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত এক গেজেটে এ তথ্য জানা গেছে। ইউনিয়নগুলো হচ্ছে ছাতকের ছাতক সদর, কালারুকা, ছৈলাআফজালাবাদ, খুরমা দক্ষিণ, চরমহল্লা, দোলারবাজার, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও, খুরমা উত্তর, ইসলামপুর ও জাউয়া বাজার। দোয়ারা বাজারের দোয়ারা বাজার সদর, বাংলা বাজার, লক্ষীপুর, সুরমা, দোহালিয়া, পান্ডারগাঁও, বোগলা বাজার, নরসিংপুর ও মান্নারগাঁও।
উল্লেখ্য, ১১ নভেম্বর দ্বিতীয় দফা নির্বাচনে সারা দেশে ৮৪৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগের ৪ জেলায় ৪৫ ইউপিতে ভোট হবে একই তারিখে। সুনামগঞ্জের দুই উপজেলার ১৯ ইউপি আছে এ হিসাবে।
ইয়াকুব শাহরিয়ার/সুনামগঞ্জমিরর/টিএম