সিলেট বিভাগে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২২

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ১৬৪ জন। ২৪ ঘন্টায় বিভাগে ২২ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে।
শনিবার (২ অক্টোবর) দুপুরে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয় থেকে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজনের মধ্যে একজনই হবিগঞ্জ জেলার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিলেট বিভাগের করোনায় মোট আক্রান্তহয়েছেন ৫৪ হাজার ৬১৬ জন। এর মধ্যে এসওএমসিএইচ-এ ৪ হাজার ৮১২ জন, সিলেট জেলায় ২৮ হাজার ৮২৪ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪০ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৩৩ জন এবং মৌলভীবাজার জেলায় ৮ হাজার ১০৭ জন।
গত ২৪ ঘন্টায় বিভাগের চার জেলায় ৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এনিয়ে বিভাগে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ১৮২ জন।
সুনামগঞ্জমিরর/এসএ