জগন্নাথপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে বিকেল ৪টায় জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামে সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ বারের সভাপতি এপিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কায়ুম মশাহিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম রিপন, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, কলকলিয়া আওয়ামী লীগের সভাপতি ফকরুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা মিজান মাস্টার।
সুনামগঞ্জমিরর/এসএ