সিসিকের উন্নয়ন কাজের উদ্বোধনে পররাষ্ট্রমন্ত্রী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সিলেট-১ আসনের এমপি পরাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা পৌনে ২টায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে সঙ্গে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন মহানগরের লালাদিঘীরপাড় সড়ক প্রশস্থকরণে আরসিসি ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিসিক কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর মো. সিকান্দর আলী, সংরক্ষিত কাউন্সলর মাকসুদা সুলতানা।
প্রসঙ্গত, দেড় মিটার প্রস্থের ৮৬০ মিটার দীর্ঘ আরসিসি বক্স ড্রেন নির্মান করা হবে। এই প্রকল্পের আওতায় সড়ক প্রশস্থকরণের স্বার্থে ৬৭৮ মিটার সীমানা দেয়াল নির্মাণ করা হবে। ১৪ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রকল্পে ব্যয় হবে ৪ কোটি ৭১ লাখ টাকা। জুলাই ২০২২ সালে প্রকল্পটির নির্মাণ কাজ সমাপ্ত হবে।