সিলেটে এলো ফাইজারের ১৯৮০০ টিকা

ফাইজারের ১৯ হাজার ৮০০ ডোজ টিকা সিলেটে এসে পৌঁছেছে। তবে কারা এ টিকা পাবেন তা এখনও চূড়ান্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদ হোসেন বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, বুধবার রাতে বিশেষ ফ্রিজার ভ্যানে করে ১৯ হাজার ৮০০ ডোজ টিকা সিলেটে এসে পৌঁছে।
এই টিকা কারা পাবেন বা কবে নাগাত দেয়া হবে এমন প্রশ্নের উত্তরে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, আসলে ফাইজারের নীতিমালা এখন আসেনি আমাদের হাতে।
আমরা আশা করছি দুই থেকে তিন দিনের মধ্যে একটা নীতিমালা আসবে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়ে টিকা প্রদানের কার্যক্রম শুরু করবো।
সুনামগঞ্জমিরর/এসএ