পর্যটন স্পটের পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে : জেলা প্রশাসক

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেকসহ পর্যটন স্পটগুলোতে কোনোভাবেই প্লাস্টিকের বোতল, থালা বা ময়লা ফেলা যাবে না। এছাড়াও পরিবেশ নষ্ট হয় এমন কোন কাজই করা যাবে না। নিজ নিজ দায়িত্বে পরিবেশ রক্ষায় সচেতন থাকবেন। এই সম্পদ আমাদের সবার, তাই রক্ষা করাও আমাদের সকলের দায়িত্ব।
শনিবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন পর্যটন স্পটে পরিছন্নতা অভিযানে জেলা প্রশাসক এসব কথা বলেন।
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে প্রশাসন। শনিবার (১৬ অক্টোবর) দুপুরে তাহিরপুরের শহীদ সিরাজ লেকে (নীলাদ্রি লেক) এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এ সময় জেলা প্রশাসক ইঞ্জিন চালিত একটি নৌকায় ওঠে নেটের ঝুড়ি দিয়ে হাওর থেকে ময়লা তুলে প্লাস্টিকের বস্তায় রাখেন।
পরে জেলা প্রশাসক বলেন, সুনামগঞ্জ হাওর বেষ্টিত একটি জেলা। অধিকাংশ মানুষ এ জেলাকে চিনে টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে। এখানে প্রতি বছর প্রচুর পরিমাণে পর্যটকরা আসেন। তবে সবচেয়ে দুঃখের বিষয় হাওরে প্রতিনিয়ত পর্যটকরা আসলেও কিছু মানুষ হাওরে প্লাস্টিকের বোতল, খাবারের প্লেট, ময়লা-আবর্জনা ফেলে যান। যার ফলে পরিবেশ দূষণ হচ্ছে, নষ্ট হচ্ছে হাওরের জীব-বৈচিত্র্য।
এসময় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হোসেন খাঁন ও সাধারণ সম্পাদক অমল কর প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট/সুনামগঞ্জমিরর/টিএম