কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের ফাইনালে সুনামগঞ্জের পবন

সুনামগঞ্জের ছেলে লায়েক আহমেদ পবন কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের ফাইনালে জায়গা করে নিয়েছে।
চলচ্চিত্র উৎসবটিতে পবনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একজন ঈশ্বরের গল্প’ শ্রেষ্ঠ বিদেশী চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছে। শ্রেষ্ঠ বিদেশী চলচ্চিত্র ক্যাটাগরিতে পবনের চলচ্চিত্রটি লড়বে গ্রিসের দুটি চলচ্চিত্রের সাথে।
জানা গেছে, আগামী ২৬ অক্টোবর বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
আরও পড়ুন: লেবাননের চলচ্চিত্র উৎসবে সুনামগঞ্জের পবনের পুরষ্কার লাভ
সম্মানজনক এই চলচ্চিত্র উৎসবে সিলেকশন ও সেমিফাইনাল ধাপ পেরিয়ে শ্রেষ্ঠ বিদেশী চলচ্চিত্র হিসেবে মনোনীত হওয়ায়, একজন ঈশ্বরের গল্প’র পুরো টিম বেশ আনন্দিত। নির্মাতা পবন বলেন, এমন ফেস্টিভ্যালে নমিনেশন পাওয়াটা বড় একটা ব্যপার। তবে অনেকেই মনে করেন এটা ফেস্টিভ্যাল ডি কান, যেটা পৃথিবীর সব থেকে সম্মানজনক ফিল্ম ফেস্টিভালগুলোর একটি। আসলে তা নয়, এটি কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল। তাই ফেস্টিভ্যাল ডি কান নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। আমাদের চলচ্চিত্র যেন এ্যাওয়ার্ড নিয়ে ফিরতে পারে, এ নিয়ে আশাবাদী।
আরও পড়ুন: চলচ্চিত্র বানিয়ে ছাতকের পবনের বাজিমাত
সুনামগঞ্জ মিরর/এসএন