Skip to content

অভিনেতা মাহমুদ সাজ্জাদ না ফেরার দেশে

দেশের জনপ্রিয় অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৪ অক্টোবর) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

অভিনেতার ভাই ম. হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে ৩টায় মারা গেছেন মাহমুদ সাজ্জাদ।

এর আগে গত ১ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনা পজিটিভ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তারপর কোভিড নেগেটিভ আসে। কিন্তু করোনা-পরবর্তী জটিলতার কারণে আবারও তাকে আইসিইউতে নেয়া হয়েছিল।

অবশেষে রোববার (২৪ অক্টোবর) না ফেরার দেশে পাড়ি জমান তিনি। ভাইয়ের বিদেহী আত্মার জন্য জন্য দেশবাসী এবং শিল্প-সংস্কৃতি অঙ্গনের সবার কাছে দোয়া চেয়েছেন ম. হামিদ।

সুনামগঞ্জমিরর/এসএ

x