Skip to content

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যু, আহত ৪

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে তিন শিশু নিহত হয়েছে। উপজেলার পাগলা ইউনিয়নের ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনী এলাকার সড়কে রোববার (২১ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হচ্ছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের পুতুল দাসের ছেলে খোকন দাস (৬), প্রণব চন্দের ছেলে লিপু চন্দ্র (৯) ও খেসব দাসের ছেলে নিলয় (৯)। দুর্ঘটনায় আরও চার বরযাত্রী আহত হয়েছেন।

জানা যায়, রোববার রাতে শান্তিগঞ্জ উপজেলার পাগলা এলাকার আল-ফেরদৌস কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত চৌধুরী টপ্পার ভাতিজির বরযাত্রীতে বিয়ের ভোজন শেষে মাইক্রোবাসে চড়ে বাড়ি ফিরছিলেন তারা।

রাতে উপজেলার পাগলা ইউনিয়নের ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনী এলাকায় এলে পৌঁছালে রাস্তার পাশে থেমে থাকা ট্রাকের পিছনে মাইক্রোবাসটি ধাক্কা খায়। এসময় ঘটনাস্থলে ১ জন এবং গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসে সবাই বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন। তবে আমরা তিনজনের মৃতদেহ পেয়েছি। আহতদের অবস্থা গুরুতর।

সুনামগঞ্জমিরর/এসএ

x