Skip to content

দোয়ারাবাজারে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার মান্নারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামের কনাই দাসের ছেলে চয়ন দাস (৭) ও মান্নারগাঁও গ্রামের নান্টু দাসের ছেলে নিরব দাস (৫)। তারা সম্পর্কে খালাতো ভাই।

স্থানীয়রা জানান, শিশু চয়ন দাস ১৫ দিন আগে মায়ের সঙ্গে খালার বাড়ি দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও গ্রামে বেড়াতে আসেন। সোমবার বিকেলে শিশু চয়ন দাস ও তার খালাত ভাই নিরব দাস বাড়ির পাশে খেলাধুলা করছিল। সন্ধ্যা হলেও দুজন ঘরে না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশে সংলগ্ন পুকুরে ভাসতে দেখেন তারা। তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, প্রাথমিক তদন্তে শিশুরা দুর্ঘটনাক্রমে পুকুরের পানিতে ডুবে মারা যায় বলে জানা গেছে। শিশু দুটির মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লিপসন আহমেদ/সুনামগঞ্জমিরর/এসএ

x