Skip to content

নির্মিত হচ্ছে ‘বঙ্গবন্ধু’ সিনেমা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমানের চরিত্রে চঞ্চল চৌধুরী এবং শওকত মিয়ার চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ। সম্প্রতি ঢাকায় ‘বঙ্গবন্ধু’র সিনেমার শুটিং শুরু হয়েছে। যেখানে এক ফ্রেমে দেখা গেছে তিনজনকে। এবারই প্রথম একই সিনেমায় অভিনয় করছেন তারা।

বুধবার (২৪ নভেম্বর) চঞ্চল চৌধুরী ও আরিফিন শুভর সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সিয়াম। একই ছবি পোস্ট করেছেন চঞ্চল চৌধুরীও। সিয়াম ক্যাপশনে লেখেন, ‘শুভ সকাল’। ছবিটি পোস্ট করার পর মুহূর্তের মধ্যেই তা দর্শকদের নজর কেড়ে নেয়। একসঙ্গে এই তিন নায়কদের দেখে অনেকে মুগ্ধতার কথা প্রকাশ করেছেন।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর বায়োপিক ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।

এই বায়োপিকে বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিব চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। শেখ হাসিনার চরিত্র রূপদান করবেন নুসরাত ফারিয়া। বঙ্গবন্ধুর মা শেখ সায়েরা খাতুনের চরিত্রে দেখা যাবে দিলারা জামানকে এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে থাকছেন অভিনেতা তৌকীর আহমেদ।

ফজলুর রহমান বাবুর চরিত্রটি খন্দকার মোশতাকের। পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ুব খানের চরিত্রে অভিনয়ে থাকছেন মিশা সওদাগর, টিক্কা খানের চরিত্রে আছেন জায়েদ খান, খালেদা জিয়ার চরিত্রে দেখা যাবে এলিনা শাম্মীকে।

এছাড়া মানিক মিয়া চরিত্রে তুষার খান, বঙ্গবন্ধুর বাবা লুৎফর রহমানের চরিত্রে খায়রুল আলম সবুজ, এ কে এম ফজলুল হকের চরিত্রে শহীদুল আলম সাচ্চু, মওলানা আবদুল হামিদ খান ভাসানী চরিত্রে অভিনয় করবেন রাইসুল ইসলাম আসাদ। ২০২২ সালের মার্চ মাসে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সুনামগঞ্জমিরর/এসএ

x