Skip to content

শপথ নিলেন শান্তিগঞ্জের ৮টি ইউনিয়নের নির্বাচিত সদস্য

শপথ নিলেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নের নির্বাচিত সদস্যগণ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকাল ২টা ৩০মিনিটে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট ৯৬ জন সদস্যদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার উজ-জামানের সভাপতিত্বে শপথ অনুষ্ঠান পূর্ববতী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ। বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার,শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদীর হোসেন। আলোচনা সভা পরবর্তী নবনির্বাচিত ইউপি সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ-জামান।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

শফিকুর রহমান (রাজু), শান্তিগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জমিরর/এসএ

x