ছাতকে নির্মিত হবে জ্ঞানের সাগর দুর্বিন শাহ সাংস্কৃতিক কেন্দ্র

ছাতকে জ্ঞানের সাগর দুর্বিন শাহর নামে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। সেখানে তার সৃষ্টিকর্ম নিয়ে চর্চা হবে।
সম্প্রতি বাংলাদেশের প্রখ্যাত শিল্পী, কবি, সাহিত্যিক ও বরেণ্য ব্যাক্তিবর্গের নামে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় সারাদেশের ২১ জন মনীষীর নামে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ২১ জন মনীষীর মধ্যে ছাতকের রয়েছেন জ্ঞানের সাগর দুর্বিন শাহ। ওই সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ফলে বাউলদের জীবনকর্ম, সৃষ্টিচর্চা ও গবেষণা হবে।
উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তপন তরফদার বলেন, বাংলা লোক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার জ্ঞানের সাগর দুর্বিন শাহ ছিলেন এই অঞ্চলের গর্ব। এই বাউল সাধকের কারনে এ অঞ্চলের পরিচিতি দেশ-বিদেশে। সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ফলে তার জীবন দর্শন, বাউলদের তথ্য ও গবেষণা এখানের সংস্কৃতি প্রেমীদের অনুপ্রেরণা যুগাবে।
সিলেট মিরর/সুনামগঞ্জ মিরর/এসএন