Skip to content

বইমেলা জমে উঠেছে ছুটির দিনে

বইমেলার প্রথম শুক্রবার আজ। প্রথম ছুটির দিনে জমে উঠেছে বইমেলা। স্টল-প্যাভিলিয়নগুলোতেও বেড়েছে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। আজ ছুটির দিন হওয়ায় মেলা শুরু হয়েছে বেলা ১১টায়। চলবে রাত ৯টা পর্যন্ত। তাই সকাল থেকে শুরু হয়েছে বইপ্রেমীদের আনাগোনা। স্টলে স্টলে ঘুরে বইয়ের মলাট উল্টে পাল্টে দেখে-কিনে সুন্দর সময় পার করেছেন তারা।

ছুটির দিনে জমে উঠেছে বইমেলা, তাই সকাল থেকে শুরু হয়েছে বইপ্রেমীদের আনাগোনা। ছবি- ইত্তেফাক
ছুটির দিনে জমে উঠেছে বইমেলা, তাই সকাল থেকে শুরু হয়েছে বইপ্রেমীদের আনাগোনা।

করোনা সংক্রমণের কারণে অন্য বছরের মতো এবার ছুটির দিনে রাখা হয়নি শিশুপ্রহর । তবে শিশুদের বই নিয়ে আলাদা ‘শিশু চত্বর’ রাখা হয়েছে।  মেলায় শিশুদের আধিক্য দেখা গেছে। লেখক-প্রকাশকরা আশা করছেন, ২১ ফেব্রুয়ারি সামনে রেখে পাঠকদের উপস্থিতি আরও বাড়বে। বইমেলার সময়সীমা বাড়ানোর দাবি তাদের।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, ছুটির দিন সকালে প্রাণের মেলায় প্রত্যেকেই বই কেনার চেয়ে ঘুরে ঘুরে বই দেখার প্রতিই মনোযোগী বেশি।  প্রকাশকরা বলেন, আজ মেলায় জনসমাগম বেশ ভালো দেখা যাচ্ছে। বইপ্রেমীরা আসছেন, বই দেখছেন। সংখ্যায় কম হলেও বই কিনছেন অনেকেই।

শিশুপ্রহর না থাকলেও বাবা-মায়ের হাত ধরে এদিক-সেদিক ঘুরে বেড়িয়েছে শিশুরা। কেউ কেউ বইও কিনেছে রঙ-বেরঙের। গতকাল মেলার তৃতীয় দিনে নতুন বই এসেছে ৪১টি।  
 
করোনার কারণে গতবছর দুই-একটি প্রতিষ্ঠান ছাড়া সকল প্রতিষ্ঠানকেই গুনতে হয়েছে লোকসান। আর তাই এবার প্রকাশকরা আশা করছেন সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার।

ইত্তেফাক/সুনামগঞ্জমিরর/এসএ

x