ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

টটেনহ্যামের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রিমিয়ার লিগে এনে দিয়েছেন ৩-২ গোলের জয়। ইউনাইটেডের ৩টি গোলই করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো।
গোল তিনটি করার পথে গড়েছেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় রেকর্ডটিও। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদোই।শনিবার (১২ মার্চ) প্রিমিয়ার লিগের প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিকের পর তার গোল সংখ্যা দাঁড়ায় ৮০৭ এ।
এদিন রোনালদো খেলার ১২ মিনিটের মাথায় ইউনাইটেডকে এগিয়ে দেয়া গোলটি করে ছুঁয়ে ফেলেন ৮০৫ গোল করা জোসেফ বাইকানকে। এরপর হ্যারি কেইনের পেনাল্টি গোলে সমতায় ফেরে টটেনহাম।
কিন্তু ৩৮ মিনিটের গোলে রোনালদো বাইকানকে ছাড়িয়ে এককভাবে রেকর্ডটি নিজের করে নেওয়ার সঙ্গে ইউনাইটেডকে আবার এগিয়ে দেন। তবে হ্যারি ম্যাগুয়ারের আত্মঘাতী গোলে আবার সমতায় ফেরে স্পাররা। কিন্তু রোনালদো ৮১ মিনিটে হ্যাটট্রিক করে জয় এনে দেন ইউনাইটেডকে।
সুনামগঞ্জমিরর/এসএ