১২ কেজি এলপিজির দাম কমলো ১০৪ টাকা

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য পুনর্নিধারণ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মূল্য পুনর্নিধারণ করে।
বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৩৫ টাকা। গত মাসে এর দাম বাড়িয়ে করা হয়েছিল ১ হাজার ৪৩৯ টাকা। বৃহস্পতিবার (৫ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম নির্ধারণ করে।
বিইআরসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমায় বাংলাদেশেও দাম সমন্বয় করা হয়েছে। এতে ১২ কেজির সিলিন্ডারে দাম কমল ১০৪ টাকা।
সুনামগঞ্জমিরর/এসএ