সিলেটে দুটি বাসায় মিললো বিপুল পরিমাণ সয়াবিন

সিলেটে আগের দামের কেনা সয়াবিন তেল বিভিন্ন স্থানে মজুদ করে নতুন দামে বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ীা। তবে অসাধু ব্যবসায়ীদের এ অপতৎপরতা ঠেকাতে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও আইনশৃঙ্খলরা রক্ষকারী বিভিন্ন বাহিনী।
এরই ধরাবাহিকতায় বুধবার (১১ মে) বেলা ২টার দিকে সিলেট নগরীর কাজিটুলার হিলভিউ কনভেনশন হলের ঠিক পাশের ‘রাবেয়া খাতুন মা মনি’ নামক বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মজুদকৃত সয়াবিন তেল উদ্ধার করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও (র্যাব)-৯।
সরকারি এ দুই সংস্থা অভিযান চালায়। মজুদকৃত সয়াবিন তেল ন্যায্যমূল্যে খুচরো ব্যবসায়ী, দোকানি এবং সাধারণ মানুষের কাছে বিক্রি করবে র্যাব ও ভোক্তা অধিকার। মজুদকৃত তেল ৪ হাজার লিটারেরও বেশি হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সুনামগঞ্জমিরর/এসএ