শিমুলবাঁকে কালবৈশাখীর তান্ডব

মেঘাচ্ছন্ন আকাশে হঠাৎ ঘন কালো মেঘে ভর করে হানা দিয়েছে কালবৈশাখী ঝড়। এতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের উকারগাঁও গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
আজ শুক্রবার (১৩ মে) জেলার শান্তিগঞ্জ উপজেলার উকারগাঁও গ্রামের উপর দিয়ে বয়ে যায় আচমকা এ কালবৈশাখী ঝড়।
গাছপালা উপড়ে পড়াসহ লন্ডভন্ড হয়ে গেছে অনেক ঘরবাড়ি। আচমকা ঝড়ের তীব্র গতিবেগে বিভিন্ন স্থানে ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার।
খোঁজ নিয়ে জানা যায় এ ঝড়ে গ্রামের প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়। অনেক কাঁচা ঘরবাড়ি ঝড়ে দুমড়ে মুচড়ে গেছে। বিদ্যুৎতের তার ছিঁড়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়েছে সংযোগ। কিছু কিছু জায়গাতে উপরে পড়েছে গাছপালা, বাতাসে উড়ে গেছে ঘরের টিন।
শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য রাসেল আহমেদ খবর পেয়েই ঝড়ে ক্ষতিগ্রস্থদের দেখতে যান এবং তাদের সাহায্যের আশ্বাস প্রদান করেন।
শফিকুর রহমান (রাজু) শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জমিরর/এসএ