সুনামগঞ্জ মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সুনামগঞ্জ মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তৃতীয় কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী অনিন্দ্য কুশল পালকে সভাপতি এবং খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী শেখ সাদাত ইয়ামিন ফাহিমকে সাধারণ সম্পাদক করে ১০৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ডা. নুরুল ইসলাম, প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডা. সৈকত দাস, দ্বিতীয় কার্যকরী কমিটির সভাপতি ডা. অনিন্দ্য রায় অন্তু এবং সাধারণ সম্পাদক ডা. সাদিকুর রহমানের অনুমোদনক্রমে নতুন এই কমিটি গঠিত হয়েছে।
এতে স্থান পেয়েছেন সুনামগঞ্জ থেকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সংগঠনটি।
দীর্ঘদিন ধরেই মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বিভিন্ন হেলথ ক্যাম্প, ব্লাড গ্রুপিং প্রোগ্রাম, স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা দানের মতো সমাজসেবামূলক কাজ করে আসছে।
মুয়াজ্জাজুর রহমান মুয়াজ
সুনামগঞ্জমিরর/এসএ