স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও জনঅংশ গ্রহন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) বেলা ১১টায় স্থানীয় ট্রাফিক পয়েন্টে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে ও বাংলাদেশ হেল্থ ওয়াচ এবং এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট(ইরা)’র যৌথ সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য ফোরামের সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের শাহজাহান চৌধুরী, জেলা স্বাস্থ্য ফোরামের সাধারণ সম্পাদক ও ইরার নির্বাহী পরিচালনক মো. সিরাজুল ইসলাম, সংগঠনের সদস্য ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হাবিুর রহমান, যুব বিষয়ক সম্পাদক সেরুজ্জামান, ডা. প্রিয়াংকা চাকমা, মো. শামসুদ্দিন, শরীফ উল্লাহ, তাজ মাহমুদ ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরমের ফোকাল পারসনফয়মসল আহমদ প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন ইরার প্রকল্প ব্যবস্থাপক দেবেশ চন্দ্র তালুকদার।
মানবন্ধনে বক্তারা বলেন, ২০২১-২০২২ অর্থ বছরে স্বাস্থ্য খাতে বাংলাদেশে জিডিপির ২ দশমিক ৩ শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে। যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন বরাদ্দ। মাথাপিছু ৪৫ ডলার বরাদ্দ দেয়া হয়েছে। বক্তারা আরও বলেন, স্বাস্থ্য খাতে বাংলাদেশে মাথাপিছু ৪৫ ডলার বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু আমদের পার্শবর্তী দেশ নেপালে স্বাস্থ্য খাতে মাথাপিছু ব্যয় করা হয় ৫৮ ডলার, ভারতে ৭৩ ডলার এবং ভূটানে ১০৩ ডলার।
প্রতিবেশী দেশগুলোর আলোকে ২০২২-২০০৩ অর্থ বছরের বাংলাদেশে জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর আহŸান জানান বক্তারা।
সুনামগঞ্জমিরর/এসএ