ভার্চুয়ালি ফিস্টুলা কার্যক্রম বিষয়ক অবহিতরণ সভা অনুষ্ঠিত

সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে ভার্চুয়ালি ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ মে) বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সিলেট বিভাগের চার জেলা সাংবাদিক, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও ইউএনএফপিএ’র প্রতিনিধি প্রতিনিধিবৃন্দ নিজ নিজ কার্যালয়ে থেকে ভার্চুয়াল সভায় অংশ নেন।
সিআইপিআরবি আরসিএইচ বিভাগের পরিচালক প্রফেসর ডা. এম এ হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউএনএফপিএ কান্ট্রি অফিসেটেকনিক্যাল অফিসার (ফিস্টুলা) ডা. অনিমেষ বিশ্বাস, দেশরূপান্তরের সিলেট ব্যুরো প্রধান ফখরুল ইসলাম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, মানবকণ্ঠ ও সিলেটের ডাকের জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ ইউএনএফপিএ প্রতিনিধি ডা. শাহীন আখতার, বাংলাদেশ সংবাদ সংস্থার হবিগঞ্জ প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, সুনামগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন,বাংলাদেশের খবর পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি শাহ নেওয়াজ চৌধুরী সুমন, দৈনিক খোয়াইয়ের স্টাফরিপোর্টার সৈয়দ ছালিক আহমদ, ইউএনএফপিএ’র সুনামগঞ্জ ফিল্ড অফিসার ডা. শাহীন আক্তার, মৌলভীবাজার ফিল্ড অফিসার ডা. নূর-ই আলম সিদ্দিকী, হবিগঞ্জ ফিল্ড অফিসার মো. লুৎফর রহমান খান।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, সিআইপিআরবি’র আরসিএইচ বিভাগের টিম লিডার, ডা. আবু সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ।
সিআইপিআরবি সিলেট বিভাগের সমন্বয়কারী মো আলতাফুর রহমানের পরিচালনায় ভার্চুয়াল সভায় আরও অংশ নেন সিলেট সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. স্বপ্নীল সৌরভ রায়, মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের এসআরএইচআর অফিসার ডা. শামীমা সুলতানা, সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের এসআরএইচআর অফিসার ডা. দীপানীতা বণিক।
আরও অংশ নেন, আজকের পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি আব্দুর রব, দেশরূপান্তর পত্রিকার প্রতিনিধি রিপন দেব, যায়যায় দিন পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি নূরুল কবির, ডেইলি স্টারের মিন্টু দেশওয়ারা প্রমুখ।
সুনামগঞ্জমিরর/এসএ