Skip to content

আবারও টেস্ট অধিনায়ক সাকিব, সহ-অধিনায়ক লিটন

তিন বছর পর জাতীয় টেস্ট দলের অধিনায়কের পদে ফিরলেন সাকিব আল হাসান। এ মাসের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হতে যাচ্ছে ২০১৯ সালের পর অধিনায়ক হিসেবে সাকিবের প্রথম অ্যাসাইনমেন্ট। সবশেষ ২০১৯ সালে টেস্টে টাইগারদের নেতৃত্ব দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

টানা ব্যর্থতার কারণে সম্প্রতি টেস্ট দলের নেতৃত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন মুমিনুল হক। এর পরই গুঞ্জন উঠে, সাকিব আল হাসানের কাঁধেই অধিনায়কের দায়িত্ব দিতে যাচ্ছে বিসিবি। বোর্ড কর্তাদের বিভিন্ন সাক্ষাৎকারেও সেই ইঙ্গিত মেলে। অবশেষে সেটাই সত্যি হলো।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সভা শেষে মুমিনুল হকের পরিবর্তে সাকিবকে সাদা পোশাকের দায়িত্ব দেওয়া হয়। লিটন দাসকে সহ-অধিনায়ক করা হয়েছে।

মাশরাফি বিন মুর্তজার চোটে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে অধিনায়কত্ব পান সাকিব। ১৩ মাস দলের নেতৃত্বে ছিলেন তিনি। এ সময় তার নেতৃত্বে ৯ টেস্টে এক জয় (২০০৯ সালে সেন্ট জর্জেস টেস্ট)। ২০১১ সালে হারারেতে জিম্বাবুয়ের কাছে ১৩০ রানে হেরে অধিনায়কত্ব হারান সাকিব।

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরের পর মুশফিকুর রহিম নেতৃত্ব হারালে আবার অধিনায়ক হন সাকিব। অধিনায়কত্বের এ পর্বে ৫ টেস্টে সাকিবের ঝুলিতে ২ জয়। দুটিই ঘরের মাঠে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে দলকে শেষবার নেতৃত্ব দেন তিনি।

সুনামগঞ্জমিরর/এসএ

x