আন্তর্জাল চলচ্চিত্র উৎসবের সেরা তিন চলচ্চিত্রের নাম ঘোষণা
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত আন্তর্জাল চলচ্চিত্র উৎসবের ২য় আসরের সেরা তিন চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৩ জুন) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ওয়েবসাইট ও ফেসবুক পাতার মাধ্যমে চলচ্চিত্রগুলোর নাম ঘোষণা করা হয়। এবারের আসরে ফুয়াদুজ্জামান ফুয়াদ পরিচালিত ‘The Home in Sound’ চলচ্চিত্রটি বিজয়ী হয়েছে। এছাড়া ১ম রানার-আপ হিসেবে শুভ তালুকদার পরিচালিত ‘ম’য়ে মাংসপিণ্ড’ ও ২য় রানার-আপ হিসেবে বিজয় মাহমুদ পরিচালিত ‘Projonmmo: The Birth of a Life’ চলচ্চিত্র দুটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারিতে ঘরবন্দী মানুষকে বিনোদন দিতে এবং তরুণ ও সৃজনশীল নির্মাতাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে অনলাইনে আন্তর্জাল চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এ বছর ২৮ মার্চ থেকে তিনদিন ব্যাপী উৎসবের ২য় আসরে মোট ২৫টি চলচ্চিত্র অনলাইনে প্রদর্শিত হয়। এছাড়াও এতে বিভিন্ন নির্মাতাদের নিয়ে অনলাইন আলোচনা অনুষ্ঠান আয়োজিত হয়।
সুনামগঞ্জমিরর/এসএন