চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে আগুন, নিয়ন্ত্রণে ১৫ ইউনিট

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নেভাতে আরও কয়েকটি গাড়ি ঘটনাস্থলের দিকে যাচ্ছে।
কনটেইনার ডিপোতে আমদানি ও রপ্তানির বিভিন্ন মালামালবাহী কনটেইনার আছে বলে জানা গেছে।
সুনামগঞ্জমিরর/এসএ