Skip to content

সিকৃবিতে হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে কেন্দ্রীয় মসজিদে দুটি সেশনে হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়। কর্মশালায় সিলেট সরকারী আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. মো. নুরুল্লাহ এবং ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা শাইখ সাইদ বিন নুরুজ্জামান হজ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. তরিকুল আলমের সভাপতিত্বে ও খতিব হাফেজ মাওলানা মো. হারুন-অর-রশীদের সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেন, ইসলামের অন্যতম স্তম্ভ হলো হজ। যাদের সামর্থ্য আছে তাদের আত্মশুদ্ধির জন্য যত দ্রুত সম্ভব হজ পালন করা উচিত। হজ গমনে ইচ্ছুকদের জন্য এ ধরনের কর্মশালা সহায়ক ভূমিকা পালন করবে।

সুনামগঞ্জ মিরর/এসএন

x