আবারও প্যানেল স্পিকারের দায়িত্বে এমপি মানিক

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্যানেল স্পিকার হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ছাতক-দোয়ারাবাজার আসনের এমপি মুহিবুর রহমান মানিক।
সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন পরিচালনার জন্য মানিকসহ ৫ এমপিকে প্যানেল স্পিকার হিসেবে মনোনয়ন দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর আগে ২০২০ সালে একবার মুহিবুর রহমান মানিক প্যানেল স্পিকারের দায়িত্ব পেয়েছিলেন।
সংসদের বিধি অনুসারে, যদি স্পিকার বা ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকেন, তবে সংসদ অধিবেশন পরিচালনায় প্যানেল স্পিকারদের মধ্যে অগ্রবর্তীতা অনুসারে যিনি উপস্থিত থাকবেন, তিনিই অধিবেশনে সভাপতিত্ব করবেন।
প্রসঙ্গত, মুহিবুর রহমান মানিক ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন। বর্তমানে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সুনামগঞ্জমিরর/এসএ