‘বাজেটে জিডিপি লক্ষ্যমাত্রা ৭.৫ অর্জন সম্ভব’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, অনেক প্রতিবন্ধকতা রয়েছে, তবে এই বিশাল বাজেটে জিডিপি লক্ষ্যমাত্রা ৭.৫ অর্জন করা সম্ভব।
শুক্রবার (১০ জুন) সকাল ১১টায় সিলেট মহানগরীর বাগবাড়িতে সমাজসেবা অধিদফতর, সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান নিবাসীদের সংলাপে অংশগ্রহণ, বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
অনুষ্টানে সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযাদ্ধা মাসুক উদ্দিন আহমদসহ অন্যরা।
এর আগে শুকত্রবার (১০ জুন) সকালে ঢাকা থেকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।
সুনামগঞ্জমিরর/এসএ