Skip to content

মিছিলে উত্তাল সিলেট মহানগরী

মহানবী হজরত মোহাম্মদ (সা.) ও আয়শা সিদ্দিকাকে (রা.) নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র সিনিয়র দুই নেতা নূপুর শর্মা এবং নাভিন কুমার জিন্দালের অবমাননাকর বক্তব্যে বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় বইছে।

এ বিষয়ে চরম ক্ষোভ জানিয়েছেন মুসলিমরা। সারাদেশের মতো কটূক্তির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সিলেট। সিলেটের আলেম-ওলামাসহ শত শত নবীপ্রেমী জনতা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। শুক্রবার (১০ জুন) বাদ জুমআ সিটি পয়েন্টে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর।

ওইদিন নগরীর বিভিন্ন এলাকা থেকে আলেম-উলামাসহ শত শত নীপ্রেমী জনতা বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে জড় হন সিটি পয়েন্টে এলাকায়। বিক্ষোভ মিছিলে প্রকম্পিত হয়ে উঠে সিলেটের রাজপথ।

ধর্মপ্রাণ মুসল্লিদের দাবি অবিলম্বে ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিশ্বজুড়ে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণের দাবানলে পুড়ে ছারখার হয়ে যাবে ভারত।

সুনামগঞ্জমিরর/এসএ

x