চলন্ত ট্রেনে আগুন, তদন্তে ৭ সদস্যের কমিটি

ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেসের চলন্ত ট্রেনে লাগা আগুনের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। শনিবার (১১ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল হককে প্রধান করে ৭ সদস্যের এই তদন্ত কমিটি ঘটন করা হয়।
এর আগে শনিবার (১১ জুন) দুপুরে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বিমানবন্দর সংলগ্ন এলাকায় পারাবত এক্সপ্রেসের পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ট্রেনটির তিনটি এসি বগি পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে টেনটিতে আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে আশপাশের এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে আধাঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও কুলাউড়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তিন ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল ৪টার দিকে সিলেটের সঙ্গে সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সুনামগঞ্জমিরর/এসএ