সুনামগঞ্জে স্বাস্থ্যকর জীবন যাপন বিষয়ক সভা

সুনামগঞ্জে স্বাস্থ্যকর জীবন যাপন ও ইমার্জিং এবং রিইমার্জিং রোগ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুন) জেলা ইপিআই ভবনের মিলনায়তনে আজমীর ইন্টারন্যাশনালের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. আব্দুল্লাহ আল বেরুনী খানের সভাপতিত্বে ও সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা নূর হোসাইন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী, ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোল আহমদ ও হাজী মজিদ উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।
এ সভায় শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জমিরর/এসএ