সুনামগঞ্জে ওয়াই মুভ্স প্রকল্পের পরামর্শ সভা

সুনামগঞ্জে আদিবাসী জনগোষ্ঠীর কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক জেলা পর্যায়ে কর্মকর্তাদের নিয়ে পরামর্শ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) দুপুরে জেলা পরিবার পরিকল্পনা অফিসের মিলনায়তনে আদিবাসী জনগোষ্ঠীদের কাজ করা ওয়াই মুভস্ প্রকল্পের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম।
এনজিও সংস্থা এফ্যারট্স ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)’র নির্বাহী পরিকালচক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক (সিসি) ডা. ননী ভূষণ তালুকদার।
ইরা’র মিউচুয়াল লার্নিং ফর ইম্প্রোভিং হেল্থ এন্ড নিউট্রিশন সিনারিও প্রকল্পের পুষ্ঠিবিদ লিউলী খতুনের পরিচালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশ্বজিৎকৃষ্ণ চক্রবর্তী, তাহিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রব, সুনামগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের জেলা ফেসিলিটেটর মো. শামসুল আলম ওয়াসিম প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রজেক্ট ম্যানেজার দেবেশ চন্দ্র তালুকদার। প্রজেক্টরের মাধ্যমে ওয়াই মুভস্ প্রকল্পের জরিপ কার্যক্রমের বিস্তারিত তোলে ধরেন প্রজেক্ট অফিসার ফয়সল আহমদ।
প্রসঙ্গত, ২০২০ সালে ফেব্রুয়ারি থেকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রাজাই গ্রামের আদিবাসী জনগোষ্ঠীর শিশুদের অধিকার, সুরক্ষা, পাচার রোধ, শিক্ষা, কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা ও পুষ্টিমানের মানের উন্নয়নে প্লান ইন্টারন্যাশনালের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে এফ্যারট্স ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)।
সুনামগঞ্জমিরর/এসএ