কুমিল্লা সিটি নির্বাচনে চলছে ভোটগ্রহণ

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৫ জুন) সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়। একটানা ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
প্রথমবার স্বতন্ত্র ও পরের বার বিএনপি দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত মনিরুল হক সাক্কু এবার স্বতন্ত্র ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের এটি প্রথম নির্বাচন।
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক), উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ মোট ১৮৯টি নির্বাচনের জন্য এ ভোটগ্রহণ চলছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে কুমিল্লায়।
প্রসঙ্গত ২ লাখ ২৯ হাজার ৯২০ ভোটার রয়েছে এ নির্বাচনি এলাকায়। নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটের মাঠে ৩ হাজার ৬০০ জন আইনশৃঙ্খলা বাহিনী, ১০৫টি মোবাইল টিম, ৪০টি র্যাবের টিম দায়িত্ব পালন করছে।
সুনামগঞ্জমিরর/এসএ