দোয়ারাবাজারে নৌকা ডুবে স্কুল শিক্ষার্থী ভাই-বোনের মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় স্কুলে যাওয়ার পথে হাওরে নৌকা ডুবে সৌরভ (১০) ও তার বোন তামান্না (১৫) নামের স্কুল শিক্ষার্থী ভাই ও বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের গুজাউড়া হাওরে এ ঘটনা ঘটে। নিহত সৌরভ ও তামান্না উপজেলার রাজনগর গ্রামের ময়না মিয়ার ছেলে ও মেয়ে। তামান্না উপজেলার সমুজ আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সকালে সৌরভ ও তার বোন তামান্না ছোট নৌকায় করে স্কুলে যাচ্ছিল। বেলা ১১টার দিকে গুজাউড়া হাওরে তাদের বহনকারি নৌকাটি পৌছলে প্রবল ¯্রেেত নৌকাটি উল্টে ডুবে যায়। এতে সৌরভ ও তামান্না নিখোঁজ হয়। পরে পুলিশ ও স্থানীয়রা সৌরভের ও পরে তামান্নার মরদেহ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সৌরভ ও তার বোন তামান্না মরদেহ উদ্ধার করা হয়েছে।
সুনামগঞ্জমিরর/এসএ